মোরেলগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১৬:১৭
মোরেলগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সচেতন-স্বীকৃতি-মূল্যায়ন শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।


২ এপ্রিল, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।


অটিজমদের জীবনমান উন্নয়ন করণীয় বিষয়ে আলোকপাত করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার লিয়াকত আলী খান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কায়কোবাদ আকুঞ্জী প্রমুখ বক্তব্য দেন।


আলোচনা সভায় অভিভাবকসহ সমাজের সচেতন নাগরিকদের মানবিক আচরণ দেখানোর ওপর জোর দেয়া হয়। এতে বিভিন্ন বয়সের অটিজম শিশুসহ অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বিবার্ত/রাজীব/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com