মোংলায় ৬হাজার বস্তা চাল নিয়ে বাল্কহেডডুবি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১৪:২৯
মোংলায় ৬হাজার বস্তা চাল নিয়ে বাল্কহেডডুবি
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঈদ উপলক্ষ্যে গরীব অসহায়দের জন্য আনা ৬হাজার বস্তা সরকারি চাল নিয়ে এম.ভি সাফিয়া নামের একটি বাল্কহেড ডুবে গেছে।


রবিবার (৩১মার্চ) দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদী ও মোংলা নদীর ত্রিমোহনায় বাল্কহেডটি পৌঁছালে এম.ভি শাহজাদা-০৬ নামের অপর একটি কার্গো জাহাজের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত ও নিখোঁজ হয়নি বলে জানিয়েছেন নৌপুলিশ।


এদিকে ধাক্কা দেয়ার অপরাধে এম.ভি শাহজাদা ০-৬ কার্গো জাহাজটিকে সন্ধ্যায় আটক করেছেন নৌপুলিশ।


নৌপুলিশ কর্মকর্তা সৈয়দ ফকরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষ্যে গরীব অসহায়দের জন্য রবিবার (৩১মার্চ) সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ৬হাজার বস্তার ১৭৫মেট্টিক টন চাল নিয়ে মোংলার খাদ্য গুদামের উদ্দেশ্য এম,ভি সাফিয়া নামের একটি বাল্কহেড জাহাজ ছেড়ে আসে। এরপর বাল্কহেডটি দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদী ও মোংলা নদীর ত্রিমোহনায় পৌঁছালে পিছন দিক থেকে আসা এম.ভি শাহাজাদা-০৬ নামের অপর একটি কার্গো জাহাজ ধাক্কা দিলে সরকারি চাল নিয়ে ডুবে যায় বাল্কহেড জাহাজ এম.ভি সাফিয়া। তবে এ সময় বাল্কহেড জাহাজে থাকা ৫ স্টাফ-কর্মচারী সাঁতরিয়ে কূলে উঠে প্রাণে বেঁচে যান।


এ ঘটনায় এম.ভি শাহজাদা-০৬ নামের কার্গো জাহাজটিকে বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেল থেকে রবিবার সন্ধ্যার পরে আটক করা হয়েছে বলেও জানান মোংলা নৌ পুলিশের কর্মকর্তা সৈয়দ ফকরুল ইসলাম।


শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবে যাওয়া বাল্কহেড জাহাজ থেকে ১ এপ্রিল, সোমবার সকাল থেকে সরকারি চাল উঠানোর কাজ শুরু করা হবে বলে জানা গেছে।


বিবার্তা/জাহিদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com