
চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে সম্রাট হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
৩০ মার্চ, শনিবার বিকেলে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সম্রাট হীসেন একই গ্রামের বড় মসজিদ পাড়ার লিয়াকত আলীর ছেলে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বিকেলে বৈদ্যুতিক মোটর চালিয়ে পাইপ দিয়ে গোয়াল ঘরে গরুর গোসল করাচ্ছিলেন সম্রাট। অসাবধানতাবশত পানির পাইপসহ বৈদ্যুতিক তারে হাত লাগে সম্রাটের। এসময় গোয়াল ঘর থেকে ছিটকে বাইরে পড়ে যান তিনি।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/আসিম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]