
নড়াইলের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার আসামি রাসেল শেখ (২০) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত রাসেল শেখ নড়াইল সদর উপজেলার বিছালী পশ্চিম পাড়া গ্রামের শাহাবুর শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৩০ মার্চ) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিছালী বাজার অভিযান চালিয়ে রাসেল শেখকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান বলেন, আসামি রাসেল শেখকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]