
রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৭ তলায় পারিবারিক কলহের জেরে মোহাম্মদ মুমিন (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পেশায় সে একজন রিকশা চালক ছিলেন।
২৮ মার্চ, বৃহস্পতিবার খিলগাঁওয়ের সিপাহীবাগের একটি ভবন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ডিএমপির খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম এ সব তথ্য জানান।
মমিন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সর্বসন গ্রামের মো. সোহেলের ছেলে। বর্তমানে সিপাহীবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এক বছর বয়সী এক ছেলের জনক ছিলেন তিনি।
এসআই বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই ভবনের আট তলার নির্মাণাধীন লিনটনে ঝুলতে দেখা যায় মমিনকে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বাবার সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে সে। এছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কিনা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]