
রাজবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে দুইটি রেস্টুরেন্টকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২৭ মার্চ, বুধবার দুপুরে জেলা শহরের রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘন হওয়ায় রাজবাড়ী জেলা শহরের পৌর নিউ মার্কেটের ফাস্টফুড জোনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারার লঙ্ঘন হওয়ার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা শহরের পান্নাচত্বর এলাকায় কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালানো। এ সময় দুইটি রেস্টুরেন্টকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিবার্তা/মিঠুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]