
সাতক্ষীরায় ১৯৯ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয়েছে। একই সাথে ব্যবসায়ী হাজরা সাধুকে ২০ হাজার জরিমানা করা হয়।
২৭ মার্চ, বুধবার বিকালে সুলতানপুর বড় বাজারের ব্যবসায়ী হাজরা সাধুকে ভ্রাম্যমান আদালতে এ সাজা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সাতক্ষীরা সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে চিনি নিয়ে এসে দেশিয় কোম্পানির (সুবাহ চিনি) নামে মোড়কজাত করে বিক্রয় করছিল হাজরা সাধু। এনএসআইয়ের এমন গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, ভোক্তা অধিকার ও জেলা সহকারি রাজস্ব কর্মকর্তার সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১৯৯ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়। যার ওজন ৯ হাজার ৯৫০ কেজি, আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৩৩ হাজার ৩০০ টাকা। এছাড়া ভ্রাম্যমান আদালত অভিযুক্ত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করে।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সাতক্ষীরার সহকারী পরিচালক নাজমুল ইসলামসহ রাজস্ব কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিবার্তা/সেলিম/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]