
মাগুরার শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলম শেখ (৩৬) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
২৭ মার্চ, বুধবার যশোর জেলার পৌর হকার্স মার্কেট থেকে হকারের ছদ্মবেশে থাকা আসামিকে গ্রেফতার করেন শালিখা থানা পুলিশ।
গ্রেফতার আলম শেখ মাগুরা জেলার শালিখা উপজেলার বয়রা (মধ্যপাড়া) গ্রামের নওশের আলী শেখের ছেলে ।
আসামি মো. আলম শেখকে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত নড়াইল যাবজ্জীবন সাজা প্রদান করে। তিনি গ্রেফতারের ভয়ে গত ৪ বছর দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশ ধারণ করে পলাতক ছিলেন। পালিয়ে থেকেও রক্ষা হলো না তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় শালিখা থানার অফিসার ইনচার্জের তত্বাবধানে শালিখা থানার চৌকশ পুলিশ টিমের নেতৃত্বে যশোর শহরের পৌর হকার্স মার্কেট এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
বিবার্তা/মনিরুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]