
নড়াইলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অভিযান চালিয়ে তরিকুল ইসলাম (৫০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ১২ টি মামলা রয়েছে।
গ্রেফতার তরিকুল নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের মৃত আবু তালেব শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ মার্চ, বুধবার ভোর রাতে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক এস আই ফিরোজ আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ ঢাকা উত্তরা এলাকা হতে তরিকুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত তরিকুল ইসলামকে এনআই অ্যাক্টের ৪ মামলায় ২৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২২ লাখ টাকা জরিমানা সাজাপ্রাপ্ত। এছাড়াও এনআই অ্যাক্টের ৭টি ও যৌতুক নিরোধ আইনে ১টি সহ মোট ১২টি মামলার গ্রেফতারি পরওনাভুক্ত আসামি।
নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইউনিট ইনচার্জ মো. শাহ্ দারা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান বলেন, ১২টি মামলার আসামি তরিকুল ইসলামকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]