
ঝিনাইদহে বিভিন্ন সময়ে সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন উদ্ধার করে স্ব-স্ব মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
২৭ মার্চ, বুধবার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এসব মোবাইল ফেরত দেওয়া হয়।
প্রেস কনফারেন্সে পুলিশ সুপার আজিম উল আহসান জানান, ঝিনাইদহ পুলিশের সাইবার সেলের মাধ্যমে হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল উদ্ধার করা হয়। সেই সাথে এমএফএস এর মাধ্যমে প্রতারণা করে নেওয়া ৬ লাখ ৮৯ হাজার টাকা প্রকৃত ২১ জন মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, মোবাইলগুলো শুধুমাত্র ঝিনাইদহ জেলা নয় বেশ কয়েকটি জেলা থেকে উদ্ধার করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন উপজেলা থেকে আগত ভিকটিমরা।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]