নরসিংদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১৭:২৭
নরসিংদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।


২৬ মার্চ, মঙ্গলবার নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।


প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


এর আগে ভোরে জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রাঙ্গণে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএমসহ জেলার বিভিন্ন দফতর প্রধানগণসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।


সকাল ৮টায় নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।


এসময় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।


বিবার্তা/কামাল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com