
রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে ১৭টি গাঁজার গাছসহ মো. ফজলু শেখ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২০ মার্চ, বুধবার ভোর ৫ টার দিকে বালিয়াকান্দির ভীমনগরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান খান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বালিয়াকান্দি ভীমনগর নিজ বাড়ি থেকে আসামি মো. ফজলু শেখ কে গ্রেফতার করা হয়। এ সময় তার বসত ঘরে প্রবেশ দ্বারের সামনে হতে ১৭ টি ছোট-বড় গাঁজার গাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য নব্বই হাজার টাকা।
তিনি আরও বলেন, সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে ৩টি মাদক মামলা পাওয়া গেছে। তবে আসামির ভাষ্যমতে ১০টি মাদক মামলা রয়েছে।
আসামি মো: ফজলু শেখ এর বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/মিঠুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]