
কক্সবাজার টেকনাফে বাকিতে পণ্য না দেওয়ায় পিটুনিতে গুরুতর আহত এক সবজি বিক্রেতা মারা গেছেন। নিহত সবজি বিক্রেতার নাম মোক্তার আহমদ (৫০)। আজিজুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
নিহত সবজি বিক্রেতা মোক্তার হোসেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার মৃত কাদির হোসেনের ছেলে। অপর দিকে অভিযুক্ত আজিজুর রহমান হোয়াইক্যংয়ের উনচিপ্রাং এলাকার আবদুর রশিদের ছেলে।
শনিবার (১৬ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং বাজারের এ ঘটনাটি ঘটে।
এরপর রাতে অবস্থা খারাপ হলে আহত মোক্তার হোসেনকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। শনিবার দিবাগত রাত তিনটার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।
নিহত মোক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত আজিজুর রহমান নিহত মোক্তারের কাছে বাকিতে সবজি কিনতে চাইলে মোক্তার দিতে রাজি হননি। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও বাগ বিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে আজিজুর মোক্তারকে মারধর করে রাস্তায় ফেলে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সবজি বিক্রেতার কিছুটা মানসিক সমস্যা ছিল। এ জন্য তিনি উত্তেজিত হয়ে আজিজুরকে কিছু বলেছিলেন। আজিজুরও ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন।
নিহত ব্যক্তির ছেলে মুহাম্মদ মোস্তফা বলেন, ‘বাকিতে সবজি না দেওয়ায় আমার বাবাকে নির্বিচারে মারধর করেছেন আজিজুর। এর কারণে বাবা রক্তবমি করেছেন। একপর্যায়ে আমি মরে যাব বলে চিৎকার করে পানি চাইলেও আমার বাবাকে একটু পানি দেননি। আমি বাবার হত্যার বিচার চাই।’
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিবার্তা/ফরহাদ/পুণ্য বর্ধন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]