
নাটোরের সিংড়ায় কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী আব্বাস উদ্দিন সরদার (৭৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
শনিবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্বাস উদ্দিন সরদার সিংড়া উপজেলার রাখালগাছা গ্রামের মৃত মেছের আলীর ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও স্থানীয়রা জানান, ছেলে জহুরুলের মোটরসাইকেলে চড়ে সিংড়া বাজার থেকে শেরকোল বাজারের দিকে যাচ্ছিলেন বৃদ্ধ বাবা আব্বাস উদ্দিন সরদার। পথে নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে যায় এসময় সিংড়া থেকে নাটোরগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই
আব্বাস উদ্দিন সরদার মারা যায়। তবে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ছেলে অক্ষত রয়েছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
বিবার্তা/রাজু/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]