সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারক চক্রের সদস্য গ্রেফতার
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ১২:২২
সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারক চক্রের সদস্য গ্রেফতার
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্রসহ এক প্রতারক গ্রেফতার করেছে পাবনা র‍্যাবে- ১২।


বৃহস্পতিবার (১৪ মার্চ) ৬ টার দিকে র‍্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানাধীন ধোপাদহ ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনীতে ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য মো. মকবুল হোসেনকে (৪৬) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মকবুল মৃত আমির উদ্দিন প্রামাণিকের ছেলে।


প্রতারক মকবুলের বিরুদ্ধে বিভিন্ন সংস্থায় চাকুরি দেওয়ার নামে স্থানীয় লোকজনের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘদিন ধরে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় মকবুল।


এক ভুক্তভোগীর দেয়া তথ্য মতে গত ২০২২ সালের বিভিন্ন সময়ে তার থেকে ১২ লাখ টাকা গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র প্রদান করে। সর্বশেষ এ বছর ১৫ ফেব্রুয়ারি মেডিকেল করানোর কথা বলে আরো বিশ হাজার টাকা নেয় মকবুল।
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিতে যাওয়ার পর ওই প্রার্থী ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারে। পরবর্তীতে ভুক্তভোগী র‍্যাব ক্যাম্প পাবনায় অভিযোগ করলে উক্ত প্রতারককে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত প্রতারককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হবে।


বিবার্তা/পলাশ/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com