
পূর্ব শক্রতার জের ধরে সাভারে সোহেল মিয়া নামের এক কাঠ মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা।
১১ মার্চ, সোমবার রাতে সাভারের বাজার রোড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবক ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজারকুন্ড এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ জানায়, রাতে ওই যুবক কাঠ মিস্ত্রির দোকানে কাজ করছিলেন এসময় কয়েকজন কিশোর গ্যাং সদস্য তাকে ডেকে নেন। পরে পূর্ব শক্রতার জের ধরে তাকে সেখানে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা।
পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
এঘটনায় নিহতের বাবা ছেলে হত্যার কথা শুনে স্ট্রোক করেছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা
হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আকবর আলী জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
অপরদিকে, সাভারের ভাকুর্তা এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
এছাড়া, ঢাকার ধামরাইয়ের নান্নার ইউনিয়নে আশি বছরের দাদিকে কুপিয়ে হত্যা করেছে নাতি। পরে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]