
পাবনার ঈশ্বরদীতে র্যাব-১২, পাবনার অভিযানে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
১০ মার্চ, রবিবার রাত ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা ও আওঁতাপাড়া গামী আধাপাকা রাস্তার উপর থেকে শাহরিয়ার আজাদ উৎসব (১৯) নামের এই যুবককে আটক করা হয়।
আটককৃত যুবক ঈশ্বরদীর বাঁশেরবাদা স্কুলপাড়ার মোঃ আজাদুর রহমানের ছেলে।
এ সময় তার নিকট থেকে একটি (৭.৬২ এম এম) বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, একটি মোবাইল সেট ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব-১২, সিপিসি-২, পাবনা’র কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান জানান, আটক শাহরিয়ার আজাদ উৎসব দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ অস্ত্র দেখিয়ে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকার জনসাধারণকে ভয়ভীতি প্রদান করে আসছিল।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় র্যাব বাদী হয়ে একজনকে পলাতক দেখিয়ে দুজনের নামে অস্ত্র মামলা দায়ের করেছে। অস্ত্রসহ আটক শাহরিয়ার আজাদ উৎসবকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/পলাশ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]