
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার নোয়াখালী জেলা বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ, শনিবার নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে পবিত্র মাহে রামজান থাকায় ১৭ মার্চের পরিবর্তে ৯ মার্চ শনিবার বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নোয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজনে চিত্রাঙ্ক, নৃত্য, ছড়া গান পল্লীগীত, দেশের গান বঙ্গবন্ধু গান, আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে প্রায় ১০০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন।
জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নোয়াখালী জেলা সভাপতি মিজানুর রহমান বঙ্গবিপ্লব।
বিবার্তা/সুমন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]