
রাজশাহীতে কিশোর গ্যাং লিডারসহ তিন সদস্যকে আটক করেছে র্যাব।
বুধবার (৫ মার্চ) গভীর রাতে র্যাব ৫-এর সদর কোম্পানির একটি অভিযানিক দল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতদের কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করেছে র্যাব। আটক সাব্বির ওরফে কানা সাব্বির (২৩) নগরীর একজন কিশোর গ্যাং লিডার বলে র্যাব সূত্র জানিয়েছে।
৭ মার্চ, বৃহস্পতিবার সকালে র্যাব ৫-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় তিনজন কিশোর গ্যাং সদস্যকে আটক করে।
আটককৃতরা হলো, কিশোর গ্যাং লিডার সাব্বির ওরফে কানা সাব্বির (২৩), তৈমুরের ছেলে তন্ময় ইসলাম (২৫), সেলিম বাবুর ছেলে নাজমুল হক (২৩)। আটককৃতদের সবার বাড়ি চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকায়।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ৬৫ গ্রাম গাঁজা, ট্যাপেন্ডাল ট্যাবলেট ১০টি, ৪টি চাকু ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযানকালে আরো ৪ কিশোর গ্যাং সদস্য পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে আটককৃতদের আরএমপির চন্দ্রিমা থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]