
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচিত হতে হলে সকল ভোটারের ভালোবাসায় মন জয় করে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। আচরণবিধি না মেনে নির্বাচনের ব্যত্যয় করলে যে কোনো মুহূর্তে নিবার্চন বন্ধ করে দেওয়া হবে।
তিনি বলেন, নির্বাচনে কালো টাকা ছড়ানোর প্রমাণ পেলেই তার প্রার্থিতা বাতিল করা হবে। টাকার বিনিময়ে ভোট কেনার সুযোগ নেই।
৭ মার্চ, বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাশেদা সুলতানা বলেন, এখন থেকে নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত আমাদের নির্বাচন সংশ্লিষ্ট সবাই এ বিষয়টি মনিটরিং করবেন। ইভিএমের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট হবে। কারচুপির কোনো সুযোগ নেই। যদি কেউ মনে করেন যে, অন্য উপায়ে বা টাকার বিনিময়ে ভোট কিনে নির্বাচিত হবেন তাহলে তিনি সতর্ক হয়ে যান।
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হেসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ উপ-নির্বাচনে অংশ নেওয়া ছয়জন চেয়ারম্যান প্রার্থী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]