
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
৭ মার্চ, বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার ফিতা কেটে উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ বীর মুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমির সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি আলহাজ শফিকুল ইসলাম শফি, উপপরিচালক কৃষিবিদ বাবলু কুমার সুত্রধর, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান (অস্থায়ী) মো. মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা প্রমুখ।
তিন দিনব্যাপী কৃষি মেলায় ১৮টি স্টল স্থান পায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে দেশের কৃষি ব্যবস্থাপনাকে আধুনিক ও স্মার্ট করে গড়ে তোলার জন্য সকল প্রযুক্তি প্রয়োগ করতে কৃষকদের প্রতি অনুরোধ জানান। কৃষকদের এ উপজেলায় সবচেয়ে বেশি সরিষা ফলন হওয়ায় স্মার্ট বাংলাদেশের স্মার্ট উপজেলা হিসেবে পরিণত হয়েছে।
বিবার্তা/কাইয়ুম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]