
বগুড়া শহরের কলোনি এলাকায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন হয়েছে।
২ মার্চ, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কলোনি চকফরিদ এলাকার পিচঠালা রাস্তায় এই ঘটনা ঘটে।
এঘটনায় নিহত আজাহারুল ইসলাম শান্ত (২৪) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুপতলা শাহাপাড়ার আবুল হোসেনের পুত্র।
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হওয়ার পর স্থানীয়রা শান্তকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ মর্গে রাখা হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. স্নিগ্ধ আখতারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোন কারণ বা তথ্য তারা জানতে পারেননি। তবে তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন।
বিবার্তা/রাহেনুর/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]