
রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত গাউসুল আজম মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
২ মার্চ, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মার্কেটের একটি দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়।
পলাশী ফায়ার স্টেশনের ইন-চার্জ মোহাম্মদর জিসান রহমান বলেন, দোকানটিতে আগুন নিয়ন্ত্রণের নিজস্ব ব্যবস্থাপনা থাকায় আমরা পৌঁছানোর আগেই তারা অর্ধেক আগুন নিভিয়ে ফেলেছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, আগুনে সাইন প্লাস নামের দোকানটিতে প্রায় এক লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল বলে জানিয়েছিলেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]