ইন্দুরকানীতে জাতীয় ভোটার দিবস পালিত
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১৪:৫০
ইন্দুরকানীতে জাতীয় ভোটার দিবস পালিত
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‌‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।


২ ফেব্রুয়ারি, শনিবার উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি বের করে প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করেন।


পরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ও নির্বাচন অফিসার মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান, ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়া, প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, টগড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন গাজী প্রমুখ।


বক্তারা বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্য নাগরিকের বয়স আঠারো হলেই ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হওয়া। তবে সঠিক তথ্যে ভোটার হয়ে সকলকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।


বিবার্তা/শামীম/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com