ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণের ঘটনায় মামলা
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৩
ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণের ঘটনায় মামলা
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর হাতিয়ার ভাসানচার রোহিঙ্গা ক্যাম্পে সিলেন্ডার বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রোহিঙ্গা নাগরিক ছৈয়দ নুর বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।


মামলায় একমাত্র আসামি করা হয়েছে সফি আলম (২৪) নামে এক রোহিঙ্গা নাগরিককে। তিনি ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মো. তৈয়বের ছেলে এবং ৮১নং ক্লাস্টারের বাসিন্দা।


মামলার এজাহারে জানা যায়, ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এর ৮১নং ক্লাস্টারের বাস্তুচ্যুত রোহিঙ্গা সফি আলম। গত (২৪ ফেব্রুয়ারি) তার পরিবারের এনজিও থেকে এলপিজি গ্যাস পাওয়ার কথা ছিল। তবে তার ব্যবহৃত পুরনো সিলিন্ডারে কিছুটা গ্যাস ছিল। তারপরও নতুন গ্যাস সিলিন্ডার পাওয়ার আশায় ঘরের বাহিরে বারান্দায় তাদের ব্যবহৃত পুরনো সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে দেন তিনি।


এ সময়ে ক্যাম্পের নং-৮১, পাশের রুম নং-ই/ ৭ এর আবদুস শুক্কুরের স্ত্রী আমিনা খাতুন এবং অপর পাশে রুম নং-ই/০৫ এর আব্দুল হাকিমের মেয়ে শমসিদা গ্যাসের চুলায় রান্না করছিলেন। এতে সফি আলমের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বিকটশব্দে ৩,৫,৬,৭,৮ নং ক্যাম্পে আগুন লেগে যায়।


ফলে রোহিঙ্গা শিশু রবি আলম (৫) সোহেল (৫) রাসেল (৪) মুবাসিরা (৩) রশমিদা (৩) ও আমেনা আক্তার (২৬) জুবায়দা (২৩) বশির উল্লাহ (১৭) সফি আলমসহ (২৪) কয়েকজন দগ্ধ হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।


নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, সফি আলম সাবধান না থেকে অবহেলা ও তাচ্ছিল্য করার কারণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চার শিশুর মৃত্যু হয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com