লামায় ৪ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন বীর বাহাদুর এমপি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০২
লামায় ৪ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন বীর বাহাদুর এমপি
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সম্প্রদায়ের মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করে চলেছেন। এ ধারাবাহিকতায় তিন পার্বত্য জেলায় গত কয়েক বছরে কোটি কোটি টাকা ব্যয়ে বাসস্থান, ধর্ম, কৃষ্টি-সংস্কৃতি, শিক্ষা, চিকিৎসা, কৃষি, যোগাযোগ, সংগঠন ও সামাজিক নিরাপত্তায় ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন। এ কারণে আজ পাহাড়ের চিত্র পাল্টে গেছে।


২৮ ফেব্রুয়ারি, বুধবার দুপুরে বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক ৮০ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউটের ৪ কক্ষ বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


এসময় তিনি আরো বলেন, পরস্পর সুসম্পর্ক বজায় রেখে সবাইকে ঐক্যের সুশীতল ছায়াতলে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে কাজ করতে হবে।


জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউটের প্রতিষ্ঠা পরিচালক উ নন্দ মালা মহাথের’র সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকৌশলী আবু বিন ইয়াছিন আরাফাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজয় আইচ, সাংগঠনিক সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ‘পাহাড়ের কথা’ এর প্রকাশক প্রদীপ কান্তি দাশ সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।


পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক ২৪ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ইযাংছা মেইন রোড় হতে বদুঝিরি পর্যন্ত সড়ক কার্পেটিং, মেরাইনতং জাদীর রাস্তা কার্পেটিং করণ ও আলকিদম আবাসিক বিদ্যালয় হতে ভরিরমুখ অনাথ আশ্রম পর্যন্ত সড়ক কার্পেটিং করণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর বাহাদুর উশৈসিং এমপি।


বিবার্তা/আরমান/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com