
কক্সবাজারের উখিয়ার জালিয়া পালংয়ে দোকান থেকে বাড়ি ফেরার পথে আপন চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছে ছৈয়দ করিম নামে এক ব্যবসায়ী।
২৭ ফ্রেব্রুয়ারি, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়ার তেতুলতলা নামক গ্রামে এ ঘটন ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিনা কারণে দোকান থেকে বাসায় যাওয়ার পথে ছুরিকাঘাতে ছৈয়দ করিমকে হত্যা করা হয়। তবে বছর দুয়েক আগে কিছুটা পারিবারিক দ্বন্দ্ব ছিল চাচাতো ভাই ছালামত উল্লাহর সঙ্গে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে।
বিবার্তা/ফরহাদ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]