থানচিতে কেএনএফ’র বিরুদ্ধে পর্যটকদের মোবাইল-টাকা ছিনতাইয়ের অভিযোগ
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫১
থানচিতে কেএনএফ’র বিরুদ্ধে পর্যটকদের মোবাইল-টাকা ছিনতাইয়ের অভিযোগ
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের থানচিতে ভ্রমণে আসা পর্যটকের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে পাহাড়ে সশস্ত্র গ্রুপ কেএনএফ’র বিরুদ্ধে।


রবিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার দুর্গম ভেলাকুম পর্যটন স্পটে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগীদের মধ্যে অনিক মোদক নামে এক পর্যটক জানান, গত ২৪ ফেব্রুয়ারি নাফাকুম পর্যটন স্পটে ভ্রমণে যান দুই ভ্রমণ দলের ২২ জন সদস্য। যার মধ্যে ৪ জন নারীও ছিলেন। পরে নাফাকুম ভ্রমণ শেষে ২৫ ফেব্রুয়ারি ভেলাকুম স্পটে ক্যাম্পিং করে তারা। ওই দিন রাত পৌনে ১১টার দিকে ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র দল তাদের ক্যাম্পে হানা দেয়। পরে তাদের জিম্মি করে সঙ্গে থাকা ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল ছিনিয়ে নেয় তারা।


তিনি আরও জানান, সন্ত্রাসীদের যে দলটি তাদের টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে তাদের কয়েকজনের পরনে সেনাবাহিনীর পোষাকের মত এবং ব্যাজে ‘কেএনএফ’ লেখা ছিল।


ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন জানান, এই ঘটনায় ভুক্তভোগীরা কার্যালয়ে এসে বিষয়টি জানালে তাদের থানায় যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।


বিবার্তা/হ্লাসিং/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com