
রাজশাহী নগরীতে ৫০ কেজি গাঁজাসহ ২ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া আম চত্ত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে করে তারা।
গ্রেফতারকৃতরা হলো রাজশাহী গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ এলাকার লোকমান আলীর ছেলে শামিম আক্তার (৩৫) ও একই থানার মাধবপুর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে হামদুল ইসলাম (২২)।
২৫ ফেব্রুয়ারি, রবিবার র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ টিম জানতে পারে যে নাটোর থেকে একটি পিকআপ ভ্যানে গাঁজার চালান নিয়ে রাজশাহীর দিকে আসছে। এ তথ্য পাওয়া মাত্রই আম চত্ত্বর এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। পরবর্তীতে পিকআপ ভ্যানেটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এসয় কাঠের ভুষির বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকায়ীত অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
বিবার্তা/রানা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]