
বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সুগারী পেস্টি এন্ড ডাইন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২৪ ফেব্রুয়ারি, শনিবার দুপুর ১টার দিকে রূপাতলী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস বরিশালের সহকারী পরিচালক বেলাল উদ্দিন।
তিনি বলেন, দুপুর ১টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা। এসময় ৩টি ইউনিটের সদস্যরা মিলে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে রেস্টুরেন্টের এক পাশের ডেকোরেশন, আসবাবপত্রসহ প্রায় সব কিছুই পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]