কক্সবাজারে নকল আকিজ বিড়িসহ আটক ১
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৭
কক্সবাজারে নকল আকিজ বিড়িসহ আটক ১
নোয়াখালি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়িসহ একজনকে আটক করা হয়েছে।


বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।


এসময় আটককৃত ব্যক্তির নিকট থেকে নগদ দশ হাজার টাকা জরিমানা আদায় করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সাথে অভিযুক্ত ব্যক্তিকে একমাসের কারাদণ্ড দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


স্থানীয়রা জানায়, সরকারের মোটা অঙ্কের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা বাজারে বাজারে অভিযান চালানো হয়। এসময় চৌদ্দ হাজার পাঁচশত (১৪,৫০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়।


অভিযানকালে নকল আকিজ বিড়িসহ আনোয়ারুল আলম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযান শেষে আটককৃত ব্যক্তিকে থানায় পাঠানো হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে থানা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাছে পাঠানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত ব্যক্তি, আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের প্রতিনিধি এবং পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।


পরে নকল বিড়ি বিক্রির দায়ে আটককৃত আনোয়ারুল আলমের নিকট থেকে নগদ দশ হাজার (১০,০০০) টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একইসাথে তাকে একমাসের কারাদণ্ড দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়। জব্দকৃত নকল বিড়িগুলো আলামত হিসাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর জিম্মায় রাখা হয়েছে।


আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মো. জসিম উদ্দিন জানান, আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের সুনাম নষ্ট করতে কিছু অসাধু চক্র নকল আকিজ বিড়ি তৈরি করছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তারা বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিড়ি বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/ইকবাল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com