
গাইবান্ধার সাঘাটা উপজেলায় রাশেদ মিয়া নামের এক যুবকের বিয়ের অনুষ্ঠানে আসেন তার খালা রওশন আরা বেগম (৬৫)। এ অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমের এমপ্লিফায়ার হারানোকে কেন্দ্র করে শুরু হয় মারামারি। এই হট্টগোল থামাতে গিয়ে প্রতিপক্ষের ধাক্কায় মারাত্মক আহত হন খালা রওশন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার ২৩ ফেব্রুয়ারি, দুপুরে সাঘাটা থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মারামারিতে নিহত রওশন উপজেলার মথরপাড়া গ্রামের মৃত কুদ্দুস আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) যাদুর তাইড় (চৌধুরীপাড়া) গ্রামের আব্দুল ওহাব আলীর ছেলে রাশেদ মিয়ার বিয়ের অনুষ্ঠানে আসেন খালা রওশন আরা বেগম। এরই মধ্যে অনুষ্ঠানের সাউন্ড সিস্টেমের এমপ্লিফায়ার হারিয়ে যায়। আর এ ঘটনাকে কেন্দ্র করে মারামারি শুরু হয়। এ সময় রওশন আরা বেগম বাঁধা দিলে প্রতিপক্ষের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। তবে স্বজনদের দাবি রওশনকে হত্যা করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, এ ঘটনায় রওশন আরা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]