
ঝালকাঠির নলছিটিতে এসেছেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত। তিনি সেখানে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাধু আন্তনির সপ্তম তীর্থ উৎসবে যোগ দেন।
২৩ ফেব্রুয়ারি, শুক্রবার উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ঝালকাঠির নলছিটিতে বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাধু আন্তনির সপ্তম তীর্থ উৎসব। এ সময় রাজাবাড়ীয়া গ্রামে খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। তীর্থযাত্রীদের আগমনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে গানে গানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। এ উৎসবের প্রথম ও দ্বিতীয় পর্বে কয়েক হাজার খ্রিষ্ট ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত মন্সিনিয়র কেভিন রান্ডাল।
খ্রিষ্ট প্রসাদ বিতরণ শেষে ধন্যবাদ জানিয়ে সমাপনী আশীর্বাদ জ্ঞাপন করেন দ্বিতীয় পর্বের প্রার্থনা পরিচালনাকারী বরিশালের ক্যাথোলিক ধর্ম প্রদেশ ধর্মপাল বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাল পুরোহিত ফাদার রবার্ট দীলিপ গোমেজ, ফাদার খোকন গাব্রিয়েল নকরেক ও ফাদার রিজন মারিও বাড়ৈ প্রমুখ।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]