বাল্যবিবাহে বন্ধে রাতেই হাজির এসিল্যাণ্ড, বর-কনের বাবাকে অর্থদণ্ড
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩০
বাল্যবিবাহে বন্ধে রাতেই হাজির এসিল্যাণ্ড, বর-কনের বাবাকে অর্থদণ্ড
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় বাল্যবিবাহের আয়োজনের অপরাধের বর ও কনের বাবাকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।


বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি, রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে চরপাথরঘাটা ইউনিয়নের এইচ টি কনভেনশন হল এ অভিযান পরিচালনা করা হয়।


এ সময় ভ্রাম্যমাণ আদালতের বসিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বিয়ে বন্ধ করে তাদের এ অর্থদণ্ড দেন।


ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সিএমপি কর্ণফুলী থানার পুলিশ সদস্যগণ।


বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া শিশুর বয়স (১৪)। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। বর শিকলবাহা ইউনিয়নের মো. আমিনের ছেলে মো. আরিফ (২৭)।


ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, কর্ণফুলীর এইচটি কনভেনশন হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইনে বর ও কনের বাবা উভয়কে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ছেলে ও মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেবেন না মর্মে অভিভাবকদের কাছে মুচলেকা গ্রহণ করা হয়।


বিবার্তা/জাহেদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com