
কুষ্টিয়ার কুমারখালীতে নছিমন উল্টে খাদে পড়ে আলম বিশ্বাস (৪৫) নামে একজন ব্যবসায়ী নিহত হয়েছেন।
২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার ময়ান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাগদুলী গ্রামের আছমত বিশ্বাসের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুমারখালীর ময়ান মোড় নামক স্থানে শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের সামনের চাকার হাওয়া বের হয়ে নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে উল্টে যায়। এতে নছিমনে থাকা আলম বিশ্বাস নামে একজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আলম বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, নিহত আলম বিশ্বাস ব্যবসার পণ্য নিয়ে নছিমন যোগে কুষ্টিয়া থেকে পাংশায় যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন উল্টে রাস্তার পাশে পড়ে তিনি নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
বিবার্তা/শরীফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]