ফসলি জমি কেটে মাটি বিক্রির অপরাধে ১লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৭
ফসলি জমি কেটে মাটি বিক্রির অপরাধে ১লাখ টাকা জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের হরিণাকুন্ডে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা ও বিক্রির অপরাধে মাটি ব্যবসায়ী বসির উদ্দিনকে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতব্রীজ বাজার এলাকার মাঠে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।


হরিণাকুন্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


এসময় তিনি বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে বালু ও মাটি ব্যবস্থাপনা ২০১০ সংশোধিত আইন ২০২৩ এর ১৫(১) ধারায় মাটি বিক্রেতা বসির উদ্দিনকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে।


কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) নিরাপমা রায়।


বিবার্তা/রায়হান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com