
সাভারে দেয়াল চাপা পড়ে ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় এ ঘটনা ঘটে। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুটির বাবা জহির বলেন, নামা গেন্ডা এলাকায় মারকাযুল ইলমি ওয়াদ দাওয়াহ মাদরাসার ছয়তলা নির্মাণাধীন দেয়ালের ভেকু দিয়ে কাজ করছিলেন এক চালক। এ সময় দেয়াল এর পাশ দিয়ে যাওয়ার সময় ভেকু চালক দেয়ালটি ভেঙে ফেলার সময় ৪ বছরের শিশু রোহানের উপর দেয়াল পড়ে যায়। পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে ভেকু চালক পলাতক রয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত আব্দুর রাশিদ বলেন, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে সাভার ও আশুলিয়া থেকে আরও ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিবার্তা/শরীফুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]