
নাটোরের গুরুদাসপুরে গরু বহনকারী ভটভটি উল্টে খাদে পড়ে মো. লতিফ আলী (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গীয় অপর এক ব্যবসায়ী জাবেদ আলী (৫৫) গুরুতর আহত হয়েছেন।
২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত লতিফ উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত লতিফ এবং আহত জাবেদ ভটভটি যোগে তাদের গরু নিয়ে নওগাঁ হাঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে মামুদপুর সরকারি প্রাাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে গরু বোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নেয়ার পথে লতিফের মুত্যু হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/জনি/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]