নন্দীগ্রামে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩১
নন্দীগ্রামে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডের কালিকাপুর মাঠে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য্যের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক সরকার শফি উদ্দীন আহমদ।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর বগুড়া অঞ্চলের উপপরিচালক শামসুদ্দীন সোহেল মো. ফিরোজ, কৃষি সম্প্রসারণ অধিদফতর বগুড়ার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আ. জা. মু. আহসান, শহীদ সরকার, এসসিএ বগুড়ার বহিরাঙ্গন কর্মকর্তা আদনান বাবু, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার আখেরুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহারুল ইসলাম, জহুরুল ইসলাম ও নাজমুল হক প্রমুখ।


বিবার্তা/মনির/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com