বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করল রাজশাহী গ্রামীণ ব্যাংক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৬
বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করল রাজশাহী গ্রামীণ ব্যাংক
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।


অমর একুশের প্রথম প্রহর ও প্রভাতফেরিতে নগরীর বিভিন্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করেন।


রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গ্রামীণ ব্যাংক রাজশাহী যোনাল অফিসের কর্মকর্তারা। সকালে প্রভাতফেরি করে তারা শহীদ মিনারে যান। পরে শহীদ বেদীতে ফুল দেন।


এ সময় উপস্থিত ছিলেন, যোনাল ম‌্যা‌নেজার আ. ক. ম. শামসু‌দ্দোহা, অ‌ডিট অ‌ফিসার মনিরুজ্জামান, এ‌রিয়া ম‌্যা‌নেজার আলমগীর হো‌সেন, প্রোগ্রাম অফিসার শেখ আল মামুন সরকার, কর্মকর্তা জাহিদুল ইসলামসহ রাজশাহী এ‌রিয়ার কর্মকর্তারা।


বিবার্তা/মোস্তাফিজুর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com