
মাগুরার শালিখায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শালিখা থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী মাগুরার পরনানদুয়ালী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আরিফুল শেখ (৪৫)।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করে শালিখা থানার এসআই লিটন গাজী, এসআই লিটন হোসেন ও এএসআই মিলন হোসেন।
শালিখা থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন বলেন গত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা পুলিশের একটি টিম যশোর-মাগুরা মহাসড়কের আড়পাড়া বাসস্ট্রান থেকে টিনের বাস্কে থাকা সাড়ে ৩কেজি গাঁজাসহ আরিফুল শেখ নামের এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ ব্যাপারে শালিখা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে৷
বিবার্তা/মনিরুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]