ডেমরাতে ১০ কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধার
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৫
ডেমরাতে ১০ কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডেমরাতে ১০ (দশ) কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলার ডেমরা রাজস্ব সার্কেল।


অবৈধ দখলদারদের নিকট হতে এসব খাসজমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত খাসজমির পরিমাণ ৮২.৯২ শতক।


২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার জেলা প্রশাসক জনাব আনিসুর রহমানের নির্দেশে ডেমরা রাজস্ব সার্কেলের বালুধিৎপুর মৌজাস্থ সিটি ১৯৫১ নং দাগের ৮২.৯২ শতক জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক বর্তমান বাজার দর ১০ কোটি টাকা।


এ ব্যাপারে ঢাকা জেলার জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান জানান, সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঢাকা জেলার সমস্ত খাসজমি উদ্ধার করা হবে।


উল্লেখ্য, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শিবলি সাদিক এর সার্বিক দিক নির্দেশনায়, ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথী অভিযান চালিয়ে এই খাসজমি উদ্ধার করেন। একইসঙ্গে সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসন ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নেন।


অভিযান পরিচালনার সময় ডেমরা রাজস্ব সার্কেলের দুজন সার্ভেয়ার, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com