
নরসিংদী শহরের বড় বাজারে অনিল চন্দ্র বর্মণ (৩০) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় অজিত চন্দ্র দাস নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি, সোমবার নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ ন ম ইলিয়াছ এক জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত অজিত চন্দ্র দাস নরসিংদী সদর উপজেলার হাজীপুর গ্রামের মৃত গোপাল দাসের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, মাছ ব্যবসা নিয়া শত্রুতার জেরে ২০১৫ সালের ২৯ মার্চ রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী বড় বাজারের মাছপট্টিতে অজিত চন্দ্র বর্মণসহ কমল বর্মণ ও ধনা দাস নামের আরও ২ জন অনিল চন্দ্রকে (৩০) কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এঘটনায় নিহত অনিল চন্দ্র বর্মণের মা জলদা বর্মণ বাদী হয়ে ৩জনকে আসামি করে নরসিংদী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে আসামি অজিত চন্দ্র দাসকে অভিযুক্ত করে এবং অপর ২ আসামিকে অব্যাহতির আবেদন জানিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
উক্ত মামলায় ১১ জন সাক্ষীর উপযুক্ত সাক্ষ্য প্রমাণে আসামি অজিত চন্দ্র দাস দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে উপর্যুক্ত রায় প্রদান করেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এড. কেরামত আলী আকন্দ এবং আসামি পক্ষে ছিলেন এড. আব্দুর রশিদ।
বিবার্তা/কামাল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]