
রাজশাহীতে ৫৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে কৌশলে পালিয়ে যায় দুই মাদককারবারি।
১৭ ফেব্রুয়ারি, শনিবার ভোর ৫টার দিকে রাজপাড়া থানার শ্রীরামপুর বেড়ি বাঁধের উপর অভিযান চালিয়ে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
পলাতক আসামিরা হলেন, রাজশাহী কাটাখালী থানার খিদিরপুর এলাকার শাহজাহান আলীর ছেলে মো: জামাল আলী (৪০) ও দামকুড়া থানার হরিপুর গ্রামের ইয়ার আলীর ছেলে মো: সাজেদুল ইসলাম (৪৭)।
তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিলগুলো শহরের দিকে নিয়ে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম বলেন, শনিবার ভোরের দিকে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নদীর ওপার থেকে একটি ফেন্সিডিলের চালান নিয়ে এসে বেড়ি বাঁধের ওপর অবস্থান করছে মাদককারবারিরা। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই আসামি জামাল ও সাজেদুলসহ অজ্ঞাতনামা ২-৩ জন প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। এসময় প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৫৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পলাতক আসামি জামাল ও সাজেদুলের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে। এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/মোস্তাফিজ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]