
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে অভিযান চালিয়ে প্রয়াত এক এমপির শুল্কমুক্ত পাজেরো জিপ থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ সদস্যরা। এ সময় জিপের চালক সুজন হোসেনকে (২৯) আটক করা হয়।
১১ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় র্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১২ অধিনায়ক মারুফ হাসান।
আটক সুজন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এখলাছপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।
র্যাব-১২ অধিনায়ক মারুফ হাসান বলেন, শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ওই পাজেরো জিপটি (রেজি: নং ঢাকা মেট্রো-ঘ-০২-২৯১৫) থামানো হয়। পরে জিপটির চালক সুজন হোসেনকে জিজ্ঞাসাবাদের পর গাড়ির পেছনে তেলের ট্যাংকির ভেতর থেকে ৪৪২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর যাচাই বাছাইয়ে দেখা যায় গাড়িটি প্রয়াত সাবেক এক এমপির। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/জবা/কাইয়ুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]