
কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ১৩২ ডিম দিয়েছে একটি মা কাছিম। রেজুখালের মোহনা সংলগ্ন এলাকা থেকে এসব ডিম সংগ্রহ করা হয়।
৯ ফেব্রুয়ারি, শুক্রবার দিবাগত রাতে সোনারপাড়া সমুদ্র সৈকতের রেজুখালের বালিয়াড়িতে ডিমগুলো দিয়ে সাগরে ফিরে যায় মা কাছিম।
পরে ডিমগুলো সংগ্রহ করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট (বোরি) কাছিম হ্যাচারিতে বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করা হয়েছে।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট (বোরি) এর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উখিয়ার সোনারপাড়া বীচের রেজুখালের মোহনা সংলগ্ন এলাকায় একটি অলিভ রিডলি মা কাছিম ১৩২টি ডিম দিয়েছে। ডিম দেওয়ার পর মা কাছিম পুনরায় সাগরে ফিরে যায়।
তিনি আরো জানান, বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত কাছিম হ্যাচারিতে বৈজ্ঞানিক উপায়ে ডিমগুলো সংরক্ষণ করা হয়েছে। আশা করছি আগামী ৫০-৫৫ দিনের মধ্যে এসব ডিম থেকে বাচ্চা ফুটবে।
এর আগে ৩১ জানুয়ারি একই স্থান থেকে ১২৫ টি ডিম সংগ্রহ করা হয়। একটি মা কাছিম ১২৫ ডিম দিয়ে সাগরে ফিরে যায়। সে ডিমগুলোও বোরির কাছিম হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে।
বিবার্তা/ফরহাদ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]