
নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নে অভিযানে ইসমাইল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি দেশি পিস্তল, ১০০টি ইয়াবা বড়ি ও ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন সোনাইমুড়ী উপজেলার কালিকাপুর গ্রামের ইসমাইল হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘গ্রেফতার এক আসামি মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। ইসমাইলের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণারামপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ইসলামিয়া সড়কের ছাবির চেয়ারম্যানবাড়ি সংলগ্ন আবদুল গনি রিংকুর মালিকানাধীন প্রতিষ্ঠান নোয়াখালী বন্ধু ট্রেডার্স থেকে একটি পিস্তল ও ১০০ ইয়াবা বড়িসহ ইসমাইলকে আটক করা হয়।
বিবার্তা/ইকবাল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]