রাজশাহী রেল স্টেশনে যুবকের ঘুষিতে আনসার সদস্য নিহত
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৭
রাজশাহী রেল স্টেশনে যুবকের ঘুষিতে আনসার সদস্য নিহত
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী রেল স্টেশনে যুবকের ঘুষিতে মাইনুল ইসলাম (৪৫) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। নিহত আনসার সদস্য গোদাগাড়ীর মাঙ্গনপুরের জয়েন উদ্দীনের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৯টায় স্টেশনের প্ল্যাটফর্মে তিনজন যুবক ধূমপান করছিল। এ সময় ওই আনসার সদস্য তাকে নিষেধ করলে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।


তর্কাতর্কির এক পর্যায়ে ওই যুবক তাকে ঘষি মারে। এতে তিনি পড়ে গিয়ে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রেল স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, এঘটনায় কারা জড়িত তা জানার চেষ্টা করছে রেলওয়ে থানা পুলিশ। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবেও জানান তিনি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com