রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে পেটালেন ইন্টার্নরা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৪
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে পেটালেন ইন্টার্নরা
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ উঠেছে।


৭ ফেব্রুয়ারি, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালে রোগীর স্বজন সুমন পারভেজের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে বলে জানা যায়।


জানা গেছে, গত শুক্রবার ভুক্তভোগী সুমন তার মাকে হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। এরপর আজ সকালে তার মায়ের একটি রিপোর্টের বিষয়ে চিকিৎসকদের কাছে জানতে চাইলে তারা একেকবার একের রকম তথ্য দেন। পরে বাকবিতণ্ডার এক পর্যায়ে চিকিৎসকরা তাকে ব্যক্তিগত চেম্বারে ডেকে এলোপাথাড়ি মারধর শুরু করেন।


এরপর ভুক্তভোগী সুমন পারভেজ বিচারের দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দ্বারস্থ হলে ঘটনার সুষ্ঠু তদন্তের কথা জানান কর্তৃপক্ষ।


মারধরের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহমেদ জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে যেই অপরাধী হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এমন ঘটনা অপ্রত্যাশিত।


বিবার্তা/রানা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com