
নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের নৌকা প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান সরকারের পক্ষে তার নির্বাচনী প্রতিনিধি জহুরুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ধামইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার।
৭ ফেব্রুয়ারি, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দণ্ড প্রদান করেন তিনি।
জানা যায়, ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নে চকচান্দিরা এলাকায় প্রশাসনের অনুমতি না নিয়ে মতবিনিময় সভা করেন নৌকার প্রার্থী প্রতিনিধি জহুরুল হক। এতে নির্বাচনি আচরণ বিধির ১৮(১) বিধি মোতাবেক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে, ধামইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার বলেন, নির্বাচনি সভা করার আগে অনুমতি নিতে হয়। অনুমতি না নিয়ে সভা করায় তাকে জরিমানা করা হয়েছে। সেই সাথে নির্বাচনি আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিবার্তা/শামীনূর/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]